Self-defence, বাংলা ভাষায় যাকে আমরা আত্মরক্ষার নামে চিনি, অনেকে ভেবে থাকেন এটা শুধুমাত্র এক ধরনের খেলা যার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের বাস্তব জীবনে। আজ আমরা সভ্য সমাজে বসবাস করার সত্বেও আত্মরক্ষার প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারিনি।
মার্শাল আর্টসের অতুলনীয় শিক্ষা রয়েগেছে শুধুমাত্র মনোরঞ্জনের পাতায় ।
তথাকথিত শিক্ষা যেমন আমাদের ভবিষ্যত গড়তে সক্ষম ঠিক তেমনি আত্মরক্ষার কৌশল আমাদের সুন্দর জীবন কে রক্ষা করতে সক্ষম । আমাদের দেহ ও মন কে এক নতুন প্রাণ দিতে সক্ষম ।
সর্বপরি, 'স্বাস্থ্যই সম্পদ' একথা মনে রেখে আপনি আমাদের জানান , আত্মরক্ষা কী ? এডুকেশন নয় এন্টারটইনমেন্ট ?