Sunday, 14 March 2021

এলাকার বাকি স্কুল থেকে অনেক এগিয়ে ভালুকার আল হিকমাহ ন্যাশনাল স্কুল । প্রশংসাপত্র ছাত্রের হাতে


 সমাজ প্রাচীন থেকে নবীন হয়েছে,প্রযুক্তির উন্নতি ঘটেছে, লেগেছে আধুনিকতার ছোঁয়া চারিদিকে, তবে তার সাথে সাথে আধুনিকতার নামে সমাজে দেখা দিয়েছে বিভিন্ন অপরাধ। আর এই অপরাধের শিকার ছোট-বড়, ছেলে মেয়ে, আমি ও আপনি। এই কথা ভেবেই পড়াশোনার পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আলহিকমাহ ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জনাব সাঈদুর রহমান মাদানী সাহেব। চরিত্র গঠনে, নিয়ম-শৃঙ্খলা শেখাতে, সাহসী ও সামাজিক বানাতে, মানসিক ও শারীরিক বিকাশে মার্শাল আর্টেসের প্রশিক্ষণ এক বিশেষ ভূমিকা পালন করে। গত 06/03/2021 তারিখে অনুষ্ঠিত হওয়া এক  মার্শাল আর্টস পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ হওয়ায় আনন্দ ও অভিনন্দন প্রকাশ করেছেন প্রধানশিক্ষক সহ সমগ্র স্কুল। শনিবার সকাল দশটা নাগাদ ইন্টারন্যাশনাল কুং ফু কাউন্সিল থেকে প্রাপ্ত প্রশংসাপত্র দেওয়া হয় মোট 12 জন ছাত্রের হাতে। মোহাম্মদ জাসিউর রহমানের হাত ধরে শুরু হয়েছে এই স্কুলের প্রশিক্ষণ পর্ব। জানা যায় 2015 সালে চীনের শাওলিন টেম্পল  থেকে শাওলিন কুংফু শিখেন তিনি। চার ভিন্ন মার্শাল আর্টসে দক্ষতা, বিভিন্ন স্কুলে প্রশিক্ষণ দানের অভিজ্ঞতা, তার সাথে সাথে রয়েছে এক বিশ্বরেকর্ড তার নামে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রশিক্ষণ দিয়ে চলেছে তার সংস্থা আজাদ হিন্দ কুংফু অ্যাসোসিয়েশন মালদা ।




Friday, 29 May 2020

আত্মরক্ষা কী? এডুকেশন নয় এন্টারটইনমেন্ট ?

   


      Self-defence, বাংলা ভাষায় যাকে আমরা আত্মরক্ষার নামে চিনি, অনেকে ভেবে থাকেন এটা শুধুমাত্র এক ধরনের খেলা যার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের বাস্তব জীবনে। আজ আমরা সভ্য সমাজে বসবাস করার সত্বেও আত্মরক্ষার প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারিনি।
মার্শাল আর্টসের অতুলনীয় শিক্ষা রয়েগেছে শুধুমাত্র  মনোরঞ্জনের পাতায় ।

তথাকথিত শিক্ষা যেমন আমাদের ভবিষ্যত গড়তে সক্ষম ঠিক তেমনি আত্মরক্ষার কৌশল আমাদের সুন্দর জীবন কে রক্ষা করতে সক্ষম । আমাদের দেহ ও মন কে এক নতুন প্রাণ দিতে সক্ষম ।

সর্বপরি, 'স্বাস্থ্যই সম্পদ' একথা মনে রেখে আপনি আমাদের জানান , আত্মরক্ষা কী ? এডুকেশন নয় এন্টারটইনমেন্ট ?

Monday, 23 March 2020

GET YOUR BLACK BELT IN JUST TWO YEARS:

My hearty congratulations to my dear friend/student Jahangir Alam (a student of AZAD HIND KUNG-FU ASSOCIATION MALDA) on his great achievement.

A Black Belt is worn by someone who has reached a high standard in Sports or specially in Martial Arts.

Some very dedicated students who train more intensely have been known to earn a Black Belt in as little as two or three years. However It's important to note that is not typical and is often discouraged by few Instructors.

I, Mohammad Jasiur Rahman (Founder/General Secretary of Azad Hind Kung-Fu Association Malda), feel very happy to announce the beauty of the course 'Earn Your Black Belt in Just Two Years'.

In this duration of the course you will face only two colour belt exams and one final exam which is the Black Belt Examination to be a master in the universe of Martial Arts.

Enroll your name soon-

+91 9679688144

AZAD HIND KUNG-FU ASSOCIATION MALDA (AHKAM)
MOHAMMAD JASIUR RAHAMAN,
1st Dan Black Belt Holder,
Trained at SHAOLIN TEMPLE, CHINA,
International Judge/Referee,
Malda District General Secretary of INTERNATIONAL KUNG-FU COUNCIL,
West Bengal State Director of NOBLE WORLD RECORDS.


Tuesday, 21 May 2019

STUDENTS









Kungfu keeps you fit


মোহাম্মদ নূর ইসলাম একদিকে উনি 48 বছর বয়সী এক সাইকেল মেকানিক অন্যদিকে এক মার্শাল আর্টিস্ট l মধ্যবিত্ত পরিবারের লোক হয়েও মার্শাল আর্টসের প্রতি ঝোক, যুবসমাজ এর প্রতি এক প্রেরণা জোগায় l